তজুমদ্দিন
তজুমদ্দিনে গাঁজা গাছসহ রোপনকারী আটক
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে ৪কেজি ৫০গ্রাম ওজনের বিশাল একটি গাঁজা গাছসহ পরিচার্যাকারীকে আটক করেছেন। পরে তজুমদ্দিন থানার এস আই সামিম সর্দার বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলা হাজতে প্রেরণ করেন।
মামলার এজহার সুত্রে জানা যায়, গতকাল রাতে এসআই সামিম সর্দারের নেতৃত্বে তজুমদ্দিন থানার ৩৮ নং সাধারণ ডায়রী মূলে সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তারী পরোয়ানা তামিলের অভিযান পরিচালনা করে মুচিবাড়ির কোনায় অবস্থান করেন।
এ সময় গোপন সংবাদে জানতে পারেন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলকপুর গ্রামের হাজী নুরুন্নবী ফকিরের পুকুর পাড়ে সবজি চাষাবাদ করছেন সাথে একই এলাকার মৃত মন্তাজের ছেলে কাজল একটি গাঁজা গাছ রোপন করে তা পরিচর্যা করছেন।
পরে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জকে ঘটনা অবহিত করে সোমবার দিবাগত রাত সোয়া ২টায় সেখানে অভিযান পরিচালনা করে কাঁচা অবস্থায় কেজি ৫০গ্রাম ওজনের গাঁজা গাছসহ কাজল (৩৬)কে আটক করেন।
কাজল দীর্ঘ ২০ বছর যাবৎ তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় তার উৎপাদিত গাঁজা বিক্রি করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। পরে তজুমদ্দিন থানার এস আই শামিম সর্দার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) এর সারণী ১৮ (১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০১, তং ০২.০৮.২০২২। পরে তাকে জেলা হাজতে প্রেরণ করেন পুলিশ।
এবিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সামিম সর্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশনা অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ কাজলকে আটক করি। জিজ্ঞাবাদ শেষে মামলা রুজু করে তাকে জেলা হাজতে প্রেরণ করি।