বরিশাল
বরিশালে চার কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শনিবার (২৫ জুন) সকালে নগরীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় বলে জানায় পুলিশ।
অভিযান পরিচালনাকারী কোতয়ালী থানা পুলিশের এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাংলাবাজার ব্যাপ্টিস্ট মিশন রোডের প্রবেশের মুখে পাকা রাস্তার সামনে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত নারী কুমিল্লা জেলার পাচঁবিবি এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে দুলু বেগম(৬০) ।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।