জাতীয়
পদোন্নতি পেলেন সেই মাসুদ
রিপোর্ট দেশজনপদ॥ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ-পরিচালক মাসুদুর রহমানকে পরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার তিনি বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক হিসেবে খুলনা অফিসে যোগদান করেছেন। বিআরটিএ সূত্র এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে বিআরটিএ’র সচিব (যুগ্ম সচিব) এ টি এম কামরুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে জানান, বিআরটিএ’র প্রধান কার্যালয়ে উপ-পরিচালক মাসুদুর রহমান সম্প্রতি পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাকে পরিচালক হিসেবে খুলনা বিভাগীয় কার্যালয়ে পদায়ন করা হয়েছে। এক সময় বিআরটিএ’র মিরপুর অফিসে কর্মরত ছিলেন তিনি।
বিআরটিএ’র সচিব বলেন, ‘মাসুদুর রহমান তার দায়িত্বের ব্যাপারে বেশ যত্নবান ছিলেন। দক্ষতার সঙ্গেই তিনি তার দায়িত্ব পালন করে আসছেন। সরকার সন্তুষ্ট হয়েই তাকে পদোন্নতি দিয়েছে।’
মাসুদুর রহমানের পদোন্নতি ও পদায়নের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা রেঞ্জের সহকারী পরিচালক প্রকৌশলী এ এস এম কামরুল হাসান বলেন, ‘মাসুদুর রহমান স্যার গতকাল মঙ্গলবার বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক হিসেবে যোগদান করেছেন।’ এর আগে তিনি প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল নাম ‘মাসুদ’। ২০১৭ সালে রাজধানীর মিরপুরের বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেখানকার মাসুদুর রহমান নামের এক কর্মকর্তাকে বলেছিলেন, ‘মাসুদ ভালো হয়ে যাও।’ এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেটি।