বরগুনা
ইউপি নির্বাচন: বরগুনায় স্থগিত ২ উপজেলার ভোট ২৯ জুন
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার দুটি উপজেলায় স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো- তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন ও বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন।
সোমবার (২০ জুন) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার জানান, কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী বরগুনায় স্থগিত হওয়া দুইটি ইউনিয়নের নির্বাচন আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপে গত ১৬ জুন কাজিরাবাদে ব্যালটের মাধ্যমে উপ-নির্বাচন ও সোনাকাটায় ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় ১২ জুন কাজিরাবাদের ও ১৩ জুন সোনাকাটার নির্বাচন স্থগিত করে কমিশন।