বরিশাল
বিপদসীমা পার করেনি কীর্তনখোলাসহ দক্ষিণের বেশিরভাগ নদীর পানি
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের কীর্তনখোলাসহ দক্ষিণের বেশ কিছু নদীর পানি বিপদসীমা পার করেনি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয় সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, কীর্তনখোলা নদীর বিপদসীমা ২.৫৫ সেন্টিমিটার।
সন্ধ্যা সাড়ে ৭টায় ছিলো ২.১৫ সেন্টিমিটার। এছাড়া ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া, পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর, পিরোজপুরের বলেশ্বর, ঝালকাঠি ও বরগুনার বিশখালী নদীর পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে সর্বশেষ হিসেব অনুযায়ী বরিশাল বিভাগের মধ্যে ভোলার দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার, তজুমদ্দিনের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার এবং পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যদিও ভয়ের কিছু নেই জানিয়ে শনিবার রাতে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্কতা
অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।
তিনি জানিয়েছেন, এখনো ভয়ের কিছু নেই। তবে জরুরি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা অবলম্বন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর, কর্মকর্তা ও সাংবাদিকদের যুক্ত করে ওয়াটার লেভেল ইনফরমেশন নামে গ্রুপ পেজও খোলা হয়েছে। যেখানে সকলে তথ্য ও ফোন নম্বর আদান প্রদান করা যাবে।
গ্রুপে দেওয়া তথ্যে অনুযায়ী বরিশাল বিভাগের মেঘনা নদীর পানির বিপদ সীমা পার করেছে। এছাড়া অন্যান্য নদীর পানি বিপদ সীমার কাছাকাছি রয়েছে।
এদিকে শনিবার দুপুর পর্যন্ত বরিশালসহ দক্ষিণের জেলাগুলোর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে।