বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১১টায় (৩০ মিনিট)। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়াসহ অন্যান্যরা।
‘চ’ ইউনিটের পরীক্ষায় মোট ১৩১ জন আবেদনকারীর মধ্যে ১০৫ জন উপস্থিত ছিলেন। এছাড়া ২৬ জন অনুপস্থিত ছিলেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি নিশ্চিত করেছেন।