বরিশাল
চেয়ারম্যান পদে নৌকা-২ ও স্বতন্ত্র-২ বিজয়ী
মেহেন্দিগঞ্জের চার ইউপি নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক॥ মেহেন্দিগঞ্জে নজিরবিহীন নিরাপত্তার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে উপজেলার ২নং লতা, ৩নং চরএককরিয়া, ১৩নং গোবিন্দপুর ও ১৫নং জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচন। ১৫ই জুন/২০২২ (বুধবার) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন।
সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে ভোটারগণ নির্বিঘ্নে এবং সুশৃংখলভাবে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হওয়ায় ভোটারদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে।
একাধিক ভোটারের সাথে আলাপকালে জানা গেছে, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হওয়ায় কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা খুবই উৎফুল্ল এবং আনন্দিত। এসময় তারা প্রশাসনের বাড়তি নিরাপত্বার কারণে এরকম নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষ ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী ২নং লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীকে আবু রাশেম মনি, ৩নং চরএককরিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীকে আব্দুল মকিম তালুকদার, ১৩নং গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীকে মোঃ আমিরুল ইসলাম (বেলাল মোল্লা) এবং ১৫নং জয়নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (চশমা) প্রতীকে মোঃ মনির হোসেন হাওলাদার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।