বরিশাল
বরিশালে দুই ইউপির নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক বরিশাল ॥ নির্বাচনী পরিবেশ অনুকূলে না থাকায় জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন ওই দুটি ইউনিয়নে ভোটগ্রহণ করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো।
আজ মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন্নবী জানান, নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ আমরা পেয়েছি।
ওই আদেশে উল্লেখ করা হয়েছে, উপজেলার বিদ্যানন্দপুর ও আন্ধারমানিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার সুষ্ঠ পরিবেশ না থাকায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে কবে নাগাদ ওই দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানানো হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আগামী ১৫ জুন ওই দুটি ইউনিয়নসহ উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। দুটি ইউনিয়নে নির্বাচন স্থগিত করায় বাকী চারটি ইউনিয়নে পূর্ব নির্ধারিত সময়েই ভোটগ্রহণ করা হবে।