বরিশাল
বরিশালে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে গাছ থেকে পড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শাহিন হাওলাদার জেলার গৌরনদী পৌর এলাকার বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,পাঁচ-ছয়জন শ্রমিক সোমবার দিয়াশুর মহল্লায় গাছ ব্যবসায়ী রমিজ প্যাদার গাছ কাটছিলেন। এ সময় গাছের ওপরে থাকা শাহিন হাওলাদার অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন।
প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক শাহিন হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।