ভোলা
পুত্রবধূর সাথে শ্বাশুড়ির ঝগড়া, ছেলে এসে মারলেন মাকে
নিজস্ব প্রতিবেদক॥ ভোলায় এক যুবকের বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাথানবাড়ী গ্রামে ৪ জুন (শনিবার) এ ঘটনা ঘটে। ১০ জুন সন্ধ্যায় নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ে।
তবে ছেলের বিরুদ্ধে বৃদ্ধার অভিযোগ না থাকায় কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ। ১ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক যুবক তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ধাক্কাতে ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেন।
স্থানীয় মোহাম্মদ আলী জানান, ৪ জুন সকালে রহিমা বিবির সঙ্গে তার একমাত্র ছেলে ফজলুল হকের স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে ফজলুল তাকে ঘর থেকে মারতে মারতে বাড়ির উঠানে নিয়ে যান। এরপর ধাক্কা দিয়ে কয়েকবার মাটিতে ফেলে দেন। রহিমা উঠে দাঁড়ালে ফজলু তাকে ধাক্কাতে ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেন।
প্রতিবেশী ফাতেমা বেগম বলেন, প্রায়ই ফজলুল তার মাকে এমন মারধর করেন। আমরা প্রতিবাদ করলে সে আমাদের সঙ্গে ঝগড়া করে ও মামলার হুমকি দেন।’
ভিডিওটি স্থানীয় প্রশাসনের নজরে এলে শনিবার সকালে ওই বাড়িতে দুজন পুলিশ পাঠানো হয়। সে সময় ৭৫ বছর বয়সী রহিমা বলেন, ফজলুল আমার একমাত্র নাড়িছেঁড়া ধন। ওর বাবা সাত বছর আগে মারা গেছে। আমি ছেলেটার খেয়ে বাঁচি।
‘সে আমাকে মারছে এতে আমি কষ্ট পাইছি কিন্তু আবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিছে। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। মানুষ বুড়া হলে বাড়িতে এমন অনেক কিছু হয়। শত হোক ফজলুল আমার পোলা তো।
ফজলুল বলেন, ‘মায়ের সঙ্গে আমার একটা ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এখন মা আমার বাড়িতে আছে।’ এমন ঘটনা আগেও ঘটেছে বলে জানান ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জাহিদুল হাসান জামাল।
তিনি বলেন, ‘ফজলুল আগে থেকেই এমন বেপরোয়া। আমি মেম্বার থাকা অবস্থায় কয়েকবার এমন ঘটনার বিচার করেছি।’
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, বৃদ্ধ মায়ের ওপর ছেলের নির্যাতনের ভিডিও আমাদের চোখে পড়লে ওই তদন্তের জন্য দুজন পুলিশকে পাঠানো হয়। বৃদ্ধার কোনো অভিযোগ না থাকায় তার ছেলের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি।