পটুয়াখালী
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পটুয়াখালী প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক , পটুয়াখালী ॥ আসছে ২৫ জুন শনিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের “পদ্মা সেত” উদ্বোধন করবেন। এ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিভিন্ন প্রস্তাব রেখে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, জেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন প্রমুখ।
সভয় “পদ্মা সেতু” উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীতে ২৪, ২৫ ও ২৬ জুন তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।