পটুয়াখালী
পটুয়াখালীতে ইজিবাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২
নিজস্ব প্রতিবেদক , পটুয়াখালী ॥ পটুয়াখালীতে ইজিবাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে পারুল বেগম (৬০) নামের নারী নিহত হয়েছে। এতে আরও দুইজন অটো যাত্রী আহত হয়েছে।
আজ রবিবার দুপুরে বদরপুর স্ট্যান্ড ব্যারাক অফিস সংলগ্ন মহা সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলো, আবুল কালাম (৩৭), কামরুন্নাহার (৩৫)। নিহত পারুল কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া এলাকার বাসিন্দা হানিফ ফকিরের স্ত্রী।
জানাগেছে, একটি ইজিবাইক দুমকী থেকে পটুয়াখালী আসতে ছিলো। ইজিবাইকটি বদরপুর স্ট্যান্ড ব্যারাক অফিস সংলগ্ন মহা সড়ক অতিক্রম কালে দুমকীগামী দ্রুত অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে তিনজন গুরুত্বর আহত হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত্যু ঘোষণা করেন। আহত অপর দুইজনকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশের একটি টিম ঘটনা স্থলে পৌছেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।