জাতীয়
শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন ড. প্রকৌশলী মোঃ রুহুল আমিন
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ রুহুল আমিন (সিআইপিএস)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে তাকে প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নসহ প্রায় ২৩টি বিষয়ের উপর যোগ্যতা বিবেচনা করে এই শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে। ড. প্রকৌশলী মোঃ রুহুল আমিন দিনাজপুর পলিটেকনিক থেকে ১৯৯১ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।
এরপর ১৯৯৬ সালে ডুয়েট থেকে গ্রাজুয়েশন ও পরবর্তীতে আইইউটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া তিনি চাটার্ড ইনস্টিটিউট অব প্রকিউটমেন্ট এন্ড সাপ্লাই কোর্স সম্পন্ন করেছেন। ২০০০ সালে শিক্ষক হিসেবে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে যোগদান করেন। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে যোগদানের আগে তিনি কুষ্টিয়া ও চট্রগ্রাম পলিটেকনিকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই শ্রেষ্ঠ অধ্যক্ষ বলেন, এ কৃতিত্ব কলেজের ছাত্র, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীদের। তবে একজন ভাল শিক্ষক হতে হলে প্রথমে নিজের মধ্যে যতটুকু আছে দরদের সাথে তার সবটুকু দিয়েই কাজ করতে হবে। আগামীতে তিনি এ শিক্ষা প্রতিষ্ঠানকেও শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতিদানে কাজ করবেন বলে জানান। অবশ্য সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।