বরিশাল
সিরাজগঞ্জে বরিশালের পিয়ালের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক॥ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পিয়াল হাওলাদার নামে (২৩) এক ডিপ্লোমা প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ঢেকুরিয়া এলাকায় নির্মাণাধীন ইকোপার্ক থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত পিয়াল বরিশাল সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে। তিনি তাজওয়া টেস্ট সিস্টেম অ্যান্ড চৌধুরী কোম্পানির প্রকৌশলী হিসেবে ঢেকুরিয়া ইকোপার্কে দায়িত্ব পালনের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিলেন।
পিয়ালের বাবা কালাম হাওলাদার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশালের লিফ্টম্যান হিসেবে কর্মরত বলে জানান সিরাজগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী হায়দার আলী।
তিনি বলেন, তিন মাস ধরে ইকোপার্কের ব্লক তৈরির কাজ বন্ধ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল তদারকির দায়িত্ব পালন করছিলেন পিয়াল।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ইকোপার্কের ব্লক নির্মাণ সাইটের কাজের বুয়া পিয়ালকে সোমবার রাতে খাবার দিতে গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ।
অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে থাকার ঘরের জানালায় উঁকি দেন। এ সময় তিনি ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।