বরিশাল
বরিশালে মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি
নিজস্ব প্রতিবেদক , বরিশাল ॥ বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহজাহান হাওলাদারের সম্পত্তি দখল করে পাকা ভবন নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন প্রতিপক্ষের লোকজনে। এসময় তাদের বাঁধা প্রদান করায় প্রভাবশালীরা মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার উত্তর সাকোকাঠী গ্রামের। শনিবার সকালে মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার অভিযোগ করেন, একই বাড়ির জাহাঙ্গীর হোসেন, কাইয়ুম হোসেন, জহুরুল ইসলাম, বাবুল হোসেন গংরা দীর্ঘদিন থেকে তার ক্রয়কৃত ১০৮ শতক জমি জবর দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। অতিসম্প্রতি প্রতিপক্ষের প্রভাবশালীরা ওই জমিতে জোরপূর্বক পাকা ভবন নির্মাণের পরিকল্পনা করেন। বিষয়টি জানতে পেরে তিনি (মুক্তিযোদ্ধা) আদালত থেকে পুরো সম্পত্তির ওপর ১৪৪ ও ১৪৫ ধারা জারি করিয়েছেন।
মুক্তিযোদ্ধা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে প্রভাবশালীরা জোরপূর্বক আমার সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর তারা (পুলিশ) ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর প্রভাবশালীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পূর্ণরায় কাজ শুরু করেন। অসহায় মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার তার সহায় সম্পত্তি রক্ষা করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।