গৌরনদী
১৬০ বোতাল ফেনসিডিল সহ বাবা-ছেলে আটক
নিজস্ব প্রতিবেদক ॥ পেয়ারার বাক্সে করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় বরিশালের গৌরনদী উপজেরার দক্ষিণ ধানডোবা গ্রামের পঞ্চগ্রাম ঈদগাহ এলাকা থেকে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে গৌরনদী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ তথ্য জানান।
আটকরা হলেন- সুমন মোল্লা ও তার পিতা মো. ইদ্রিস মোল্লা। তারা গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার বাসিন্দা।
ওসি আফজাল হোসেন বলেন, সুমন মোল্লা ও তার বাবা বুধবার রাতে পেয়ারার বাক্সের মধ্যে অভিনব পদ্ধতিতে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় আমাদের কাছে সংবাদ আসে। পরে সে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬০ বোতাল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আটক দু’জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।