পটুয়াখালী
পটুয়াখালীতে সাপের ছোবলে খামার শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক , পটুয়াখালী ॥ পটুয়াখালীতে পালা সাপের কামড়ে জব্বার তালুকদার (২৭) নামে এক খামার কর্মীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার নন্দীপাড়া গ্রামের রাজ্জাক বিশ্বাসের সাপের খামারে কাজ করতেন।
গতকাল রাতে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জব্বার পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতুকিবাড়িয়া গ্রামের রফেজ তালুকদারের ছেলে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, নন্দীপাড়া গ্রামে রাজ্জাক বিশ্বাসের সাপের খামারে কাজ করতেন জব্বার। গত শুক্রবার সকাল ১০ টার দিকে জব্বার সাপকে খাবার দিতে গেলে তার বাম হাতের আগুলে কামড় দেয় বিষাক্ত এক সাপ। পরে জব্বার গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকেল ৫টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাপের খামারের মালিক রাজ্জাক বিশ্বাস জানান, তার খামারে ৩ শতাধিক বিষাক্ত সাপ রয়েছে। এসব সাপ থেকে বিষ সংগ্রহ করে তা বাজারজাত করাই খামারের লক্ষ্য। কিন্তু সরকারের সংশ্লিষ্ট দফতরের অনুমতি না পাওয়ায় খামারটি উৎপাদনে যেতে পারছে না। ২০০৭ সালে নিজ বাড়িতে সাপের খামারটি গড়ে তোলেন বলেও জানান রাজ্জাক।