গৌরনদী
বরিশালে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদীতে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. রাজিব চাপরাশী (২৮) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) দুপুরে উপেজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মো. রাজিব চাপরাশী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের জলিল চাপরাশীর ছেলে। তিনি সৌদি আরবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, রাজিব চাপরাশী বাড়ির পাশে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়ির দিকে রওনা হন তিনি। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। বাড়ির কাছাকাছি পৌঁছালে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।