ঝালকাঠি
ঝালকাঠিতে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে কর্মমূখি শিক্ষার সুযোগ
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠিতে চালু হতে যাচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)। যেখানে স্বল্প খরচে কর্মমূখি শিক্ষার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটির অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের অধীনে ৩৩ কোটি টাকা ব্যয়ে তিন একর জমিতে এটিকে নির্মাণ করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা এসএসসি পাস করার পর চার বছর মেয়াদী কোর্সে ভর্তি হতে পারবেন।
বরিশাল-খুলনা মহাসড়কের পাশে ঝালকাঠি শহরের সীমান্তবর্তি চীন-মৈত্রি সেতুর পূর্ব ঢাল সংলগ্ন গাবখান এলাকায় গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে। ছাত্র-ছাত্রীদের জন্য করা হয়েছে আলাদা আলাদা হোস্টেল।
স্থানীয়রা মনে করেন, এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা স্বল্প খরচে কর্মমুখি শিক্ষা গ্রহণ করতে পারবেন।
ঝালকাঠির সিভিল সার্জন মো. শিহাব উদ্দিন জানান, অবকাঠামো নির্মাণ যথাযথ হয়েছে কি না, সে বিষয়ে ভালোভাবে খোঁজ নিয়ে ভবন বুঝে নেওয়া হবে। ম্যাটস ঝালকাঠির স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখবে বলে আশাবাদি তিনি।