পটুয়াখালী
বাউফলে এক বিধবাকে গণধর্ষণ
নিজস্ব প্রতিবেদক , বাউফল, পটুয়াখালী ॥ বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের পূর্ব ভড়িপাশা গ্রামে (৪৫) বছরের এক বিধবাকে গণধর্ষণের ঘটনায় শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাউফল থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিত ওই বিধবা ৪-৫জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করেন।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি ওই বিধবার ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। শনিবার বিকাল ৫টায় ওই বিধবা বাউফল থানায় উপস্থিত হয়ে তাকে ধর্ষণের অভিযোগ করেন। ধর্ষিতার ছেলে অভিযোগ করেন, ধর্ষনকারীদের তা মা চিনতে পারলেও রহস্যজনক কারণে পুলিশ এজাহারে তাদের নাম অন্তভূক্ত করেননি।’
বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘ এ ঘটনায় শনিবার দিবাগত রাত ১২টার পরে ৪-৫জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা রজু হয়েছে। ধর্ষিতাকে রবিবার মেডিকেল টেস্টের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’