কলাপাড়া
কলাপাড়ায় সয়াবিন তেল মজুত রাখায় দুই দোকানির জরিমানা
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়ায় দুই ব্যবসায়ীর গুদামে মজুত করে রাখা তিন হাজার ৬০৮ লিটার ভোজ্যতেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুবকর ছিদ্দিকী এ রায় দেন।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. সেলিম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সদর রোড়ের গণেশ চন্দ্র সাহা ও বাদুরতলীর হানিফ স্টোরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন হাজার ৬০৮ লিটার তেল উদ্ধার করা হয়। পরে দুই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর ছিদ্দিকী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।