বরিশাল
কলেজ এভিনিউ বায়তুন নুর জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।।
প্রতিবছরের ন্যায় এবারও বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডের কলেজ এভিনিউ বায়তুন নুর জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৯এপ্রিল) শুক্রবার ২৭রমজান সন্ধ্যায় বায়তুন নুর মসজিদে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার সকল সদস্য ও মসজিদের মুসুল্লিগন। ইফতার মাহফিলের সার্বিক সহযোগীতায় ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিল্টন, এ্যাডভোকেট মাসউদ,আনোয়ার হোসেন, সৈয়দ মুমিত, রমজান, কাজল তালুকদার, রাজিব,মিন্টু, মাসুদ তালুকদার, বাবুসহ অনেকে।
উক্ত ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মামুন-অর রশিদ।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিল্টন জানান, প্রতিবছর কলেজ এভিনিউ লেচুশাহ সড়ক এলাকাবাসীর উদ্যোগে বায়তুন নুর জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, এই ইফতার মাহফিলে সকলের জন্য দোয়া কামনার পাশাপাশি এলাকাবাসীর মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
মসজিদ কমিটির সভাপতি মো: সামাদ সেরনিয়াবাত বলেন, কলেজ এভিনিউ বায়তুন নুর জামে মসজিদ নির্মানের পর থেকেই এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। তিনি আরো বলেন, প্রতিবছর এই আয়োজন বড় হচ্ছে এবং ভবিষ্যতে আরো বড় আয়োজন হবে বলে তিনি আশা করেন।