বরিশাল
দুর্গাপুরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। (২৩ এপ্রিল) শনিবার বিকেলে এক কেজি সাতশো গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।
আটককৃত নারী হলেন মাদক ব্যবসায়ী সিরাজ সর্দারের স্ত্রী ডালিয়া বেগম(৪২)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্ধর থানার উপ-পরিদর্শক (এস আই) সামচু জানান, গোপন সূত্রে জানতে পারি সিরাজ সর্দারের বাড়িতে মাদকের বেচাকেনা চলছে সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। অভিযানে সিরাজের বসত ঘর থেকে এক কেজি সাতশো গ্রাম গাঁজা উদ্ধার করেন তারা এসময় সিরাজের স্ত্রী ডালিয়াকে আটক করেন। অভিযানে আরো অংশ নেন, এস আই সজল সাহা, এএসআই সুমন হাওলাদারসহ ৬/৭জনের একটি দল।
ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ডালিয়া এবং তার স্বামী দুজনেই মাদক ব্যবসায়ী। কিছুদিন আগে তার স্বামী সিরাজ সর্দারকে বিপুল পরিমান গাঁজাসহ আটক করেছি সেই মামলায় এখন সে জেল হাজতে আছে। তিনি আরো বলেন, স্বামী জেলে থাকলেও মাদক বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তার স্ত্রী এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে এক কেজি সাতশো গ্রাম গাঁজাসহ ডালিয়াকে আটক করি।
আটককৃত ডালিয়ার বিরুদ্ধে বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন এস আই সামচু। সেই মামলায় গতকাল তাকে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে প্রেরণ করেন বিচারক।