বরিশাল
পুলিশের বাসায় চুরি, সিসি ক্যামেরা দেখে চোর আটক
নিজস্ব প্রতিবেদক।।
দীর্ঘদিন যাবত বরিশাল নগরীতে ক্যাবল চুরির ঘটনা বেড়েই চলছে। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের বাসার ক্যাবল চুরি করতে গিয়ে আটক হয়েছে চোর সিন্ডিকেটের দুই সদস্য। নগরীর ইসলামপাড়ায় সাব ইন্সপেক্টর শামিমের বাসার ক্যাবল চুরি হয় গতরাতে। এরপর সিসি ক্যামেরা দেখে সনাক্ত হয় চোরাই সিণ্ডিকেটের দুই সদস্য। সোমবার (১১এপ্রিল) সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুইজনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, ইসলামপাড়ার আলাউদ্দিন হাওলাদারের ছেলে হাসান(৩২) ও একই এলাকার রহিম।
আটকের বিষয়ে এএসআই কিবরিয়া বলেন, এরা প্রতিনিয়ত বরিশাল নগরীসহ বিভিন্ন জায়গায় চুরি করে। গতকাল আমাদের এক সাব ইন্সপেক্টরের বাসার ক্যাবল চুরি করে। সিসি ক্যামেরা দেখে তাদের সনাক্ত করে আটক করি। তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি মডেল থানার পু্লিশ পরিদর্শক তদন্ত মো: লোকমান বলেন, চুরির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন।