বরিশাল
শ্রমিক নেতা কুপিয়ে জখমের মামলায় ২৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মাসুম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ॥ শ্রমিক নেতাকে কুপিয়ে জখমের মামলায় গ্রেপ্তার হয়েছে নগরীর ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুম। বরিশাল জেলা বাস- মিনিবাস- মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদকসহ দুজনকে কুপিয়ে জখম করার মামলার আসামী হিসেবে গতকাল মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসাইন সত্যতা স্বীকার করে বলেন, সোমবার সন্ধ্যায় জেলা বাস- মিনিবাস- মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সুমন মোল্লার উপর হামলার ঘটনায় সুমন মোল্লার মা সেতারা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলায় বরিশাল সিটি কপোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির মোল্লা, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাসুম, ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শহিদুল ইসলাম রনি, সোহেল মোল্লাসহ ১৫ জনের নামধারী আসামি করা হয়েছে।
এ মামলার প্রেক্ষিতে ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুমকে সকালে গ্রেফতার করা হয়েছে। লোকমান হোসাইন আরো বলেন, রাতে মামলা দায়ের হওয়ার পর থেকে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। জনগনের নিরাপত্তার স্বার্থে রুপাতলী বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ সকল অভিযোগের বিষয়ে বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আরেক অংশের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, ‘আমরা সোমবার রূপাতলী এলাকায় যাইনি। তাই এটা কারা করেছে সে ব্যাপারে কিছুই জানি না। কেউ অভিযোগ করলেই সেটা সত্য হয়ে যায় না। ওখানে কী ঘটেছে সেটা আমাদের জানা নেই।
Wrii