রাজনীতি
করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল জেলা প্রশাসকের বার্তা
নিজস্ব প্রতিবেদক।। করোনার সচেতনতা ও করনীয় সম্পর্কে লিখিত বার্তা দিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান। আজ বুধবার রাতে তার ফেসবুকের মাধম্যে এ বার্তাটি দেন বরিশলবাসীর জন্য। নিচে তার বার্তাটি হুবহু তুলে ধরা হলো:
আসসালামু আলাইকুম,
দেশে বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে সরকারের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হবে। সেজন্য নিম্নোক্ত কার্যক্রম পরিচালনা করা যেতে পারে:
১. সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দরিদ্র ও শ্রমজীবী জনগোষ্ঠীকে এক জায়গায় জমায়েত না করে ত্রাণসামগ্রী তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া
২. স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততার মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের জন্য প্রকৃত দরিদ্র জনগোষ্ঠী বাছাই করা
৩. ত্রাণসামগ্রী বিতরণে দ্বৈততা পরিহার করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা
৪. সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণসামগ্রী প্রদানের জন্য তালিকা তৈরিতে স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততা
সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনা ভাইরাস প্রতিরোধ এবং দরিদ্র ও প্রান্তিক আয়ের জনগোষ্ঠীকে নিরাপদ রাখতে সক্ষম হবো।
ধন্যবাদান্তে,
এস,এম, অজিয়র রহমান
জেলা প্রশাসক
বরিশাল।