বরিশাল
গ্রীন লাইনের ঢেউয়ে কীর্তনখোলায় যাত্রীবাহী ট্রলারডুবি
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী ওয়াটার ওয়েজ গ্রীন লাইনের ঢেউয়ের আঘাতে ডুবে গেছে একটি যাত্রীবাহী ট্রলার। রবিবার (১৩ মার্চ) বিকেল ৩টার দিকে বরিশালের কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রলারে থাকা সবাই সাঁতরে তীরে উঠতে পেরেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিকেল ৩টার দিকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নদী পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে বরিশাল নগরীর স্টিমারঘাটের দিকে আসছিল এমভি গ্রীনলাইন-৩ নামের একটি ওয়াটার বাস। নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে গ্রীনলাইনের তীব্র ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। তবে দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা কয়েকটি ট্রলার যাত্রীদের উদ্ধার করে। অনেকে আবার সাঁতরে তীরে ওঠেন।
আশিকুর রহমান নামে এক যাত্রী বলেন, গ্রীন লাইনের ঢেউয়ে ট্রলারটি ভেঙে মুহূর্তে ডুবে যায়। যাত্রীরা কোনো মতে অন্যান্য নৌকা ও ট্রলারের সহায়তায় তীরে উঠতে পেরেছে। দিনের বেলা হওয়ায় কোনো প্রাণহানি হয়নি। বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।