বরগুনা
বরগুনায় স্ত্রীর টাকা নিয়ে স্বামী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনায় স্ত্রীর টাকা নিয়ে স্বামী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে নিখোঁজ স্বামী সজীব খানের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্ত্রী নাজমা বেগম, যার নম্বর ১২৮৪।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি রোড মজিবর হাং এর মালিকানাধীন ভাড়া বাসা থেকে বেরিয়ে বাজারে গিয়ে আর ফেরেনি সজীব। তার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
জানা যায়, গত ৯ মাস আগে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামের গোলাম মোস্তফার মেয়ে নাজমার সঙ্গে বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের ছেলে আমিনুল ইসলামের (সজীব খান) বিয়ে হয়। স্ত্রী নাজমা পৌরসভায় চাকরি করেন। চাকরির সুবাদে বিয়ের পর তারা আলাদা বাসা নিয়ে বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বসবাস শুরু করেন।
এ বিষয়ে স্ত্রী নাজমা বলেন, প্রতিদিনের মতো সজীবকে বাসায় রেখে আমার কর্মস্থল বরগুনা পৌরসভায় ডিউটিতে যাই। দুপুরে বাসায় খেতে এসে তাকে আর পাইনি। ওই দিন বাসায় জমির জন্য ৮০ হাজার টাকা রাখা হয়। সেই টাকা নিয়ে সে আত্মগোপন করেছে। আমি ধারণা করছি, ওই টাকা-পয়সা নিয়েই তিনি পালিয়েছেন।
তার আরও একটি সংসার রয়েছে। সেই ঘরে একটি ছেলেসন্তান আছে। স্বামীর সন্ধান এবং টাকা উদ্ধারে সাহায্যও চান তিনি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, অভিযুক্ত নাজমা বেগমের সাধারণ ডায়েরির আলোকে এসআই মনিরুজ্জামকে দায়িত্ব দেওয়া হয়েছে।