গৌরনদী
বরিশালে সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালক নিহত
নিজস্ব প্রতিবেদক॥ ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর কবি বাড়ির সামনে বাস চাঁপায় ইজিবাইক চালক আল আমিন হাওলাদার (৩০) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।
নিহত আল-আমীন মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের মৃত জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মোঃ বেলাল হোসেন জানান, রবিবার সকাল দশটার দিকে মহাসড়কের বাটাজোর রাঢ়ী বাড়ির সামনে ঢাকাগামী বর্ণমালা পরিবহনের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আল-আমিন গুরুতর আহত হয়।
ইজিবাইক চালককে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যায়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।