বরিশাল
বরিশালে ১৩৫০ পিস ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীতে বিপুল পরিমান ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গতকাল শনিবার গভীররাতে বরিশাল নগরীর আমানতগঞ্জ এলালায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় বিসিসির ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিম সিকদারের ছেলে শাওন সিকদার (২৪) এর রুমে অভিযান চালিয়ে ১৩৫০ পিস ইয়াবা উদ্ধার করেন তারা। এঘটনায় শাওনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শাওন মাদক বাণিজ্য চালিয়ে আসছিলো এমন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালান তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো: এনায়ূতুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন আট সদস্যের একটি দল। এঘটনায় বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেছেন এস আই ইশতিয়াক হোসেন।