জাতীয়
শুক্রবারও সারাদেশে দেওয়া হবে করোনার টিকা
নিজস্ব প্রতিবেদক॥ দেশব্যাপী চলমান করোনাভাইরাসের টিকার কার্যক্রম সরকারি ছুটির দিন শুক্রবারও (২৫ ফেব্রুয়ারি) অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে স্বাস্থ্য অধিদপ্তরে নিবন্ধন করা না থাকলেও কেন্দ্রে গিয়ে টিকা নেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারাদেশের সব সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার মেডিকেল অফিসারদের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হকের পাঠানো নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের গণটিকার কার্যক্রম ঘিরে দেশব্যাপী বিপুল উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাধারণ মানুষের মাঝে এমন উৎসাহ-উদ্দীপনা ও টিকার চাহিদা পুরণের লক্ষে সরকারি ছুটিরদিন শুক্রবারও টিকার কার্যক্রম চালু রাখা হবে। শুক্রবার দেশের সকল টিকা কেন্দ্র খোলা রেখে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্র অথবা বুথ এর মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বুধবার পর্যন্ত সারাদেশে ১০ কোটি ৬৫ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন, যা মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি। তাদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ কোটি ৬ লাখ মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৩৪ লাখ ৪২ হাজারের বেশি মানুষ।