ঝালকাঠি
পটুয়াখালীতে সাড়ে ৩ কেজি গাঁজা সহ আটক -১
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর দুমকিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মো. খলিল গাজী (৩৫) নামের একজন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি টিম মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে খলিলকে গ্রেফতার করেন।
পরবর্তীতে তার সাথে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে পেঁচানো সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। খলিল পার্শ্ববর্তী পটুয়াখালী সদর উপজেলার হাজী খালী গ্রামের রফেজ গাজীর ছেলে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত খলিলকে নিয়মিত মামলায় বুধবার কোর্টে সোপর্দ করা হবে।