বরিশাল
বরিশালে কৃষক দলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে জাতীয়তাবাদী কৃষক দলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর পুলিশ লাইন রোডের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রিয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি নাসির হায়দার, জামাল উদ্দিন মিলন ও সৈয়দ অলিউল্লাহ, সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু ও লায়ন মো. আক্তার হোসেন।
কৃষকদল কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক এইচএম মহসিন আলম ও সদস্য সচিব শফিউল আলম সফরুলসহ স্থানীয় নেতারা।
প্রতিনিধি সভায় বক্তারা, আগামী দিনে সরকার বিরোধী আন্দোলনে কৃষক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।