বরিশাল
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল সম্পাদক রফিকুল
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ১১ পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১০টিতেই তারা জয়ী হয়েছেন। বিএনপি-সমর্থিত আইনজীবীদের নীল প্যানেল একটি পদে জয়ী হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোরে নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আফজালুল করিম নির্বাচনের এ ফল ঘোষণা করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির মোট ভোটার ছিলেন ৯৭৫ জন। ভোট দিয়েছেন ৮৩২ জন আইনজীবী।
নির্বাচনে ৪৮৬ ভোট পেয়ে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট লস্কর নুরুল হক। ৫৫৬ পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের রফিকুল ইসলাম খোকন।
সহ-সভাপতি দুইটি পদে সাদা প্যানেলের প্রার্থী মোস্তাফিজুর রহমান নওশের ৫৩২ ও বিষ্ণুপদ মুখার্জী ৪০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
অর্থ সম্পাদক একটি পদে সাদা প্যানেলের সাইফুল ইসলাম মোল্লা ৪৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক দুটি পদে নীল প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহিদ হোসেন পান্না ৪০৩ ভোট ও সাদা প্যানেলের অ্যাডভোকেট কাজী আবুল কালাম আজাদ ৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
নির্বাহী সদস্যের চারটি পদে সাদা প্যানেলের প্রার্থী আনোয়ার হোসেন বাচ্চু পেয়েছেন ৫৫৪, আর্শিব উদ্দিন শাওন পেয়েছেন ৬২৬, আতিকুর রহমান খান রাজু পেয়েছেন ৫৫৮ ও সুমন বাড়ৈ ৪৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।