জাতীয়
বরিশালে ৪২১ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ৪০ দশমিক ৫২ শতাংশ। এদিকে বিভাগে করোনায় আক্রান্ত একজন মারা গেছেন।
আজ বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে ৪২১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৪৬৮।
এর আগের দিন (মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী) ৮৬২ জনের নমুনা পরীক্ষায় ৩৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। শনাক্ত ছিল ৪৩ দশমিক ৭৪ শতাংশ। সে হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কিছুটা কমেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত ৪২১ জনের মধ্যে বরিশালের ১৬২ জন, পটুয়াখালীর ৪৯, ভোলার ৫৪, ঝালকাঠির ৭৯, বরগুনার ২৮ ও পিরোজপুরের ৪৯ জনের বাসিন্দা।
প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে বরিশাল নগরের এক নারী (৬৫) বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৮৩। এর মধ্যে গত ১ জানুয়ারি থেকে বিভাগে পাঁচজনের মৃত্যু হলো।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সংক্রমণের গতি নিয়ন্ত্রণে আসছে না, বরং বাড়ছে। ঘরে ঘরে এটি জ্বর ও ঠান্ডাজনিত রোগের মতো ছড়িয়ে পড়েছে। অনেকে হয়তো নমুনা পরীক্ষা করাচ্ছেন না, তাই শনাক্ত হচ্ছেন না। তবে অপেক্ষাকৃত কম বয়সীদের জন্য করোনার এ ধরন তেমন ঝুঁকিপূর্ণ না হলেও বয়স্কদের জন্য ঝুঁকি বেশি। আর এর মধ্যে যাঁরা মারা গেছেন, তাঁদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। তাই এ মুহূর্তে আলাদাভাবে পরিবারের বয়স্ক মানুষের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা ছাড়া বিকল্প কিছু নেই।