ঝালকাঠি
ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে ফাইজারের প্রথম ডোজ
নিজস্ব প্রতিনিধি ॥ ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা ফাইজারের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে জেলার শিল্পকলা একাডেমি ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে টিকা দেওয়া শুরু হয়।
জানা যায়, ঝালকাঠি জেলার চারটি উপজেলা ও দুটি পৌরসভায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৫৭ জনকে সিনোফার্ম ও ২১ হাজার ২৮২ জনকে এস্ট্রাজেনেকার টিকা প্রদান করা হয়েছে।
১৩ হাজার ৮৬০ জনকে ফাইজারের প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এ নিয়ে জেলায় পঁঅচ মাসে ২ লাখ ৬৩ হাজার ৪৯৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। সিনোফার্মের টিকা গ্রহণের ক্ষেত্রে নারীরা পুরুষদের থেকে এগিয়ে রয়েছে। তবে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজে টিকা গ্রহণের ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে পিছিয়ে রয়েছে।
ঝালকাঠি জেলায় ২ লাখ ২৮ হাজার ৭৫৭ জন সিনোফার্মের টিকা গ্রহণকারীদের মধ্যে নারী ১ লাখ ২২ হাজার ৬৩৯ জন ও পুরুষ ১ লাখ ৬ হাজার ১১৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৬৯ হাজার ৭১১ জনের মধ্যে নারী টিকা গ্রহণকারীর সংখ্যা ৮৮ হাজার ৯৩০ এবং পুরুষ ৮০ হাজার ৫৮১।
গত ১৩ অক্টোবর থেকে জেলায় ফাইজারের টিকা প্রদানের পর থেকে ৭ হাজার ১৫৪ জন নারী এবং ৬ হাজার ৩০৬ জন পুরুষ টিকা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত জেলায় সিনোফার্মের ১ লাখ ৮ হাজার ৯৩২ এবং ফাইজারের ২৬ হাজার ৩৮৮টি টিকা মজুত রয়েছে।
এ বিষয়ে ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, আজ ২ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। কলেজ কর্তৃপক্ষ সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে না পারায় যারা করেছে, টিকা প্রদানের সময় তাদের প্রবেশপত্র ও জন্মনিবন্ধনের কপি সঙ্গে নিয়ে আসতে হবে।
সিভিল সার্জন আরও বলেন, ফাইজারের টিকা প্রদানের জন্য এসি রুমের প্রয়োজন হয়। তাই সব স্থানে টিকাকেন্দ্র খোলা যায় না।