বরিশাল
নগরীতে ৫০৪ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে ৫০৪ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রেববার দুপুর আড়াইটার দিকে রূপাতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজনের নাম রাসলে হাওলাদার এবং এরেকজনের নাম রাসেল খান। সূত্র জানায়, গতকাল রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রূপাতলী এলাকায় গোয়েন্দা পুলিশের এসআই হেলালুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রাসেল হাওলাদার এবং রাসেল খান নামের ২ যুবক আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।