বরিশাল
বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন মানিককে সভাপতি এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য নাসরিন জাহান রত্না আমীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর এই কমিটি অনুমোদন দেন জেলা কমিটির আহ্বায়ক মহসিন-উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। সোমবার রাতে এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম কাইয়ুম খান, মজিবর রহমান ও মো. মানিক হোসেন হাওলাদারকে সহসভাপতি, অধ্যাপক বিপ্লব মিত্র ও অধ্যাপক শহিদুল ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক, বসির আহম্মেদ সবুজকে সাংগঠনিক সম্পাদক, মো. মাহফুজুর রহমান কাবেলকে সহ-সাংগঠনিক সম্পাদক, মো. নাসির উদ্দিন সালমানকে অর্থ বিষয়ক সম্পাদক, মো. শাহজাহান মৃধাকে প্রচার সম্পাদক এবং মো. ফিরোজ আলমকে দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়া অন্যান্যদের কমিটিতে সদস্য রাখা হয়।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল হোসেন তাপস মঙ্গলবার মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন।