জিয়ানগর
কাউখালীতে ভ্রাম্যমান আদালতের পাচঁ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে সোমবার দুপুরে ভোক্তা অধকিার অধদিপ্তর বশিষে অভযিান পরচিালনা করে ভ্রাম্যমান আদালতরে মাধ্যমে ৫ টি প্রতষ্ঠিানকে ১৯ হাজার টাকা জরমিানা করনে।
এদরে মধ্যে এসএম ট্রের্ডাস পেট্রোল মাপে কম দেওয়ায় ২ হাজার ৫ শত টাকা, সান ট্রের্ডাস এর বিরুদ্ধে পেট্রোলের মাপে কম দেওয়ায় ২ হাজার ৫ শত টাকা ,নাঙ্গুলী র্ফামসেকিে ময়োদ উত্তীর্ণ ঔষধ বক্রিরি দায়ে ৮ হাজার টাকা , হোটলেে নোংরা পরবিশেে খাবার পরবিশেন এর দায়ে আলকায়দে হোটলেকে ৫ হাজার টাকা এবং মদনিা হোটলেকে ১ হাজার টাকা জরমিানা করা হয়।
এ সময় অভযিানে উপস্থতি ছলিনে ভোক্তা অধকিার বরশিালরে সহকারি পরচিালক সুমি আক্তার এবং পরিোজপুর ভোক্তা অধকিাররে সহকারি পরচিালক মোঃ শাহ সোয়াইব, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ ইলিয়াস হোসেন ।
পরিোজপুর ভোক্তা অধকিাররে সহকারি পরচিালক মোঃ শাহ সোয়াইব জানান, বাজার তদারকিমূলক অভিযানে কাউখালী বাজার এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা, কম পরিমাপে পেট্রোল সরবরাহ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও সংরক্ষণ করার অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ করা হয়।
অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। এসময় উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।