ভোলা
ফেসবুক ‘হ্যাক করে’ ধর্মীয় কটূক্তি, উত্তেজনার মুখে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘প্রকৃত ঘটনা উদঘাটনের কাজ চলছে। গৌরাঙ্গ চন্দ্রকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নিরাপত্তার জন্য তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
ভোলায় সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বৃহস্পতিবার রাতে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
এর আগে গৌরাঙ্গ চন্দ্রের ফেসবুক আইডি হ্যাক হয় বলে জানিয়েছিল পুলিশ। এ অভিযোগে গৌরাঙ্গ থানায় জিডিও করেন। বিষয়টি যাচাইয়ের জন্য আইডির তথ্য ও মেসেঞ্জারের বার্তার স্ক্রিনশট পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরের আইসিটি বিভাগে।
স্ক্রিনশটটি বুধবার রাত ১০টার দিকে ভাইরাল হওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভোলা সদর থানায় একটি জিডি করার পাশাপাশি সেখানেই অবস্থান নেন গৌরাঙ্গ।
ওই রাতেই ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ওই আইডির তথ্য যাচাইয়ের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তবে রাতেই ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাচিয়া কলোনিতে গৌরাঙ্গ চন্দ্রের বাড়িতে থাকা গাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এক দল লোক।
এ ছাড়া ইসলামী আন্দোলনের কর্মীরা বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় গৌরাঙ্গ চন্দ্রকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বৃহস্পতিবার রাতে বলেন, ‘প্রকৃত ঘটনা উদঘাটনের কাজ চলছে। গৌরাঙ্গ চন্দ্রকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নিরাপত্তার জন্য তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
স্থানীয় লোকজন জানান, বুধবার রাতে গৌরাঙ্গর মেসেঞ্জার থেকে ‘জয় রাম’ নামের একজনের মেসেঞ্জারে ধর্মীয় কটূক্তি করা হয়। পরে কথোপকথনের স্ক্রিনশট জয় রামের ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেয়া হয়, যা দ্রুত ফেসবুকে ভাইরাল হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার রাতেই ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে উল্লেখ করা হয়, ভোলা জেলার সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দের ব্যক্তিগত ফেসবুক আইডি (গৌরাঙ্গ দে জিসি দেব) কে বা কারা হ্যাক করে অসত্য, বানোয়াট ও উসকানিমূলক বিভিন্ন তথ্য শেয়ার করছে। আইডি হ্যাক হওয়ার বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
জয় রামের আইডি থেকে ছড়ানো কনটেন্টের বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা জানিয়ে বলা হয়, ‘কেউ গুজবে কান দেবেন না।’