তজুমদ্দিন
তজুমদ্দিনে ১৫ গ্রাম গাঁজাসহ বিক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক বিক্রেতা আটক করেন। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) সামিম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম চাঁদপুর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার নারগিস বেগমের বাসার উত্তর পাশে পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫ গ্রাম গাঁজাসহ শশীগঞ্জ ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আঃ মালেকের ছেলে সুমনকে (২৫) আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক সুমনের নিকট থেকে গাঁজা বিক্রির ১ হাজার ৫ শত টাকা জব্দ করা হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, গাঁজাসহ আটক সুমনের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধীন রয়েছে।