পিরোজপুর
আদমকাঠিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলার ৪ নং আটঘর কুড়িয়ানা ও আদমকাঠী বাজারসহ ইউনিয়নে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও জঙ্গী বিরোধী সচেতনতা বিট পুলিশিং সভা এবং উঠোন বৈঠক হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় আটঘর বাজারে জনাব মোঃ আজিজ মোল্লার সভাপতিত্বে প্রথম বিট পুলিশিং সভা এবং উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, নেছারাবাদ থানার অফিসার ওসি ইনচার্জ মোঃ আবির হোসেন ,তিনি তার বক্তৃতায় বলেন ,নেছারাবাদ থানা মাদককে মাইনাস টলারেন্স রয়েছে।
তিনি ওপেন চ্যালেন্স করেন যেসকল মাদক সেবনকারী বা বিক্রেতাকে তার কোন অফিসার সুযোগ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহন না করে ছেড়ে দিয়েছে এমন প্রমান দিতে পারলে আমি যে কোন শাস্তি মেনে নিব।
পর্যটক এলাকা আটঘর কুড়িয়ারা। এখানে প্রতিনিয়ত বিভিন্ন এলাকা হতে অসংখ্য পর্যটক ঘুরতে আসে। তাদের নিরাপত্ত্বা দেয়া আমাদের দায়িত্ব। তিনি সবার সহযোগীতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় ০৪ আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পূজা উদযাপন কমিটির পিরোজপুর জেলার সাংগঠনিক সম্পাদক এবং স্বচ্ছাসেবকলীগ স্বরুপকাঠি উপজেলার সহ সভাপতি শ্রী মিঠুন হালদার বলেন, আমি আমার ইউনিয়নকে সাম্প্রদায়িক নয়, অসাম্প্রদায়ক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি প্রাকৃতিক অপার সৌন্দর্য্য দেখতে আসা দর্শনার্থীদের নিরাপত্ত্বার কথা উল্লেখ করে ট্রলার চালকদের বলেন গলাকাটা ব্যবসা করা যাবে না।
১ টাকা ভাড়াং ৫ টাকা নেয়া যাবে না, কোন চাদাবাজি করা যাবে না, তিনি অবহেলিত দুইটি স্থানের কথা উল্লেখ করে বলেন উন্নয়নের ক্ষেত্রে সুসম বন্টন হবে। হিন্দু মুসলমান সবারই এখানে সমান সুযোগ নিয়ে বসবাস করবে।
তিনি সবার কাছে ইউনিয়নকে সুন্দরভাবে ঢেলে সাজাতে সাহায্য সহযোগীতা কামনা করেন। প্রতিটি পার্কে পার্ক কর্তৃপক্ষকে নিশ্চয়তা দিতে হবে যাতে করে তাদের পার্কে কোন অশালিনতা না ঘটে। তিনি আগামী বছর পর্যটক এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার কর্মপন্থা ব্যক্ত করেন।
কুড়িয়ানা বাজারের বৈঠকে চেয়ারম্যান বলেন নির্বাচন পরবর্তী ২২ টি দোকান পুড়ে ভষ্মিভুত হয়েছে। কারা করেছে, এই ষড়যন্ত্রে যারা জড়িত সবাইকে সাথে নিয়ে সবার সামনে তাদেরকে উন্মোচন করা হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় ওসি তদন্ত, সোলায়মান আহম্মেদ বলেন আমাদের এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসে।
আমাদের লক্ষ রাখতে কোন পর্যটক যেন অশালিন ড্রেস না করে আসতে পারে, ট্রলারে আসা দর্শনার্থীরা রুচিহীন গান বাজাতে না পারে।
কোন ট্রলারে কেহ যাতে গাজা সেবন করে উদ্ভট নৃত্যু করতে না পারে সেদিক সবাইকে বিশেষ রক্ষ রাখতে হবে। কিশোর গ্যাংকে প্রতিহত করতে তার থানা পুলিশ সর্বদা সক্রিয়।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিট অফিসার উপ পরিদর্শক মোঃ হেমায়েত উদ্দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সঞ্জিব কুমার,সহকারী বিট অফিসার সহকারী উপপরিদর্শক খবির উদ্দিন বাসার, কুড়িয়ানা বাজার কমিটির সাধারন সম্পাদক সজল সিকদার, ০২ নং ওয়ার্ড মেম্বর আকরাম হোসেন উজ্জল বলেন আমি আমার ওয়ার্ডকে মাদক ইভটিজিং মুক্ত সুন্দর ও সমৃদ্ধিশালী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।
আরো বক্তব্য রাখেন এস এম আকবর চৌধুরী, ফারুক চৌধুরী, জাহাঙ্গির হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম, বাবুল মন্ডল, মেম্বর ০৪ নং ওয়ার্ড, সবুজ মজুমদার ০৫ নং ওয়ার্ড মেম্বর, দিলীপ সিকদার বুলু, ০৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বর প্রমুুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম আকবর, মোস্তফা কামাল, মোঃ জাকির হোসেন প্রমুখ। উল্লেখ্য আটমকাঠি ও কুড়িয়ানা বাজারে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও জঙ্গী বিরোধী সচেতনতামুলক বিট পুলিশিং সভা এবং উঠোন বৈঠক হয়।