চরফ্যাশন
জাল নোট দিয়ে ফাঁসাতে গিয়ে র্যাবের হাতে আটক ০২
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলা চরফ্যাশনে জাল টাকার নোট দিয়ে এক তরুণকে ফাঁসাতে গিয়ে র্যাবের হাতে আটক হয় দুই যুবক।বুধবার (১১আগষ্ট) র্যাব-০৮ এর ভোলা ক্যাম্পের ডেপুটি অ্যাসিষ্টেন্ট ডিরেক্টর(ডিআইডি) এনামুল বাদী হয়ে মামলা রুজু করে আটককৃত আসামিদের চরফ্যাশন থানায় হস্তান্তর করেন।
মঙ্গলবার গভীররাতে র্যাব -০৮ এর অতিরিক্ত এএসপি রাজিব ফোরকান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।এ সময় ৫০০ টাকার ২০ টি জাল নোট এবং ৪০ টি ১০০০ টাকার নোট এবং ২টি মোবাইল ফোন জব্দ করে র্যাব।উপজেলার আসলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আলীগাও গ্রাম থেকে আটক হয় দুই যুবক।আটককৃতরা হলেন আসলামপুর ইউনিয়নের আলীগাও গ্রামের আবুল বাসার তালুকদারের ছেলে হেলাল তালুকদার(৩৫) ও ভোলা সদর উপজেলার পুর্ব ইলিশা ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে দুলাল(৩০)।
এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-০৮ এর ভোলা ক্যাম্পের ডেপুটি অ্যাসিষ্টেন্ট ডিরেক্টর(ডিআইডি) এনামুল।