গৌরনদী
বরিশালে মেয়েকে বরের হাতে তুলে দিয়ে মারা গেলেন মা
নিজস্ব প্রতিবেদক ॥ একমাত্র মেয়েকে সামাজিকভাবে পাত্রস্থ করার পর পরই চিৎকার দিয়ে স্টোক করে মৃত্যুরকোলে ঢলে পরেন মা জেসমিন বেগম (৪৫)। এ ঘটনার পর একনিমিষেই বিয়ে বাড়ির সকল আনন্দ বন্ধ হয়ে শোকের বাড়িতে পরিনত হয়েছে।
ঘটনার একদিন পর শনিবার সকালে মায়ের মৃত্যুর খবর জানতে পারেন নববধূ এমি আক্তার (১৯)। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল দিঘিরপাড় গ্রামে।
শনিবার সকাল দশটার দিকে মৃত জেসমিন বেগমের জানাজা শেষে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের হারুন হাওলাদারের কন্যা এমি আক্তারকে (১৯) সামাজিকভাবে দিয়াশুর গ্রামের এক যুবকের সাথে বিয়ে দেয়া হয়।
উভয়পরিবারের সম্মতিতে ক্ষুদ্র পরিসরে শুক্রবার বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেলে কনেকে নিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বরযাত্রী। দুই সন্তানের জননী জেসমিন বেগম তার একমাত্র মেয়েকে পাত্রস্থ করার পর ঘরে গিয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওইদিন সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।