বরিশাল
বরিশালে ৯৯৯ ফোন পেয়ে মেয়েসহ ৪ জন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মুলাদীতে ৯৯৯ এ ফোন পেয়ে ১টি মেয়ে ও ৩জন ছেলেকে উদ্ধার করে মুলাদী থানা পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রাম থেকে ৯৯৯ এ সংবাদ পেয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন আহম্মেদ এর নির্দেশনায় এ,এস,আই রুহুল কাদির সহ একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা আটি বাজার এলাকার আলমগীরের কন্যা ছনিয়া(১৩) ও একই এলাকার রবীন(১৭), শাকিব(১৬) আশরাফুল (১৬) কে বাটামারা তয়কা গ্রাম থেকে উদ্ধার করে। স্থানীয় লোকজন তাদেরকে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করতে দেখে ৯৯৯ এ ফোন দিলে মুলাদী থানা পুলিশকে অবহিত করে। উদ্ধারকৃতদের কাছ থেকে তাদের অবিভাবকের ফোন নম্বর নিয়ে যোগাযোগ করলে তারা এসে তাদের পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে নিয়ে যায়। ওসি জানান উদ্ধারকৃতরা অপ্রাপ্ত বয়স্ক ও ভূলবশত এখানে এসে পড়ায় তাদের আত্মীয় স্বজনের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধারে সহযোগিতা করায় মুলাদী থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন উদ্ধার হওয়া ছনিয়ার পিতা আলমগীর।