ঝালকাঠি
সুবিদপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের জনগণের মার্কা হয়ে উঠেছে মোরগ
সরদার সুমন ॥ নলছিটি উপজেলার সুবিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ভালোবাসার রায় নিয়ে মেম্বার প্রার্থী হয়েছেন আবুল হোসেন হাওলাদার। যুবকদের পছন্দের মানুষ তাই মার্কা পছন্দ করেছেন মোরগ । বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এই আবুল হোসেন হাওলাদার ছোটবেলা থেকেই ছিলেন একজন সৎ ও সাহসী মানুষ।
তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। তাই অনেকেই তাকে ভালোবেসে ন্যায়ের যোদ্ধা বলে ডাকেন। অসহায়দের গোপনে সাহায্য করা তার একটা নেশা। কেই বিপদে পড়লে তার পাশে থেকে উপকার করার মধ্যে খুঁজে পান অফুরান্ত সুখ। সুবিদপুর ইউনিয়ন এর স্থানীয় বাসিন্দা মাওঃ মোঃ রশিদ বলেন, আবুল হোসেন হাওলাদার এমন একজন মানুষ যে, তার দান বা তার দয়ার কোন শেষ নেই। তবে তার একটা অভ্যাস খুব চমৎকার তিনি সব সময় গোপনে দান করেন। হয়তো কোন সময় রাত ১২টার সময় এসে আমার হাতে গোপনে টাকা দিয়ে যেতেন মাদ্রাসার ছাত্রদের খাওয়ানের জন্য।
স্থানীয় দোকনী লিটন বলেন, আবুল হোসেন হাওলাদার মাদকের বিরুদ্ধে সবসময় শক্ত অবস্থান নিয়েছেন। আমাদের ভাগ্য অনেক ভালো যে আবুল হোসেন প্রার্থী হয়েছেন। আমরা ভোট তাকেই দেব।
ওই এলাকার বাসিন্দা আফজাল বলেন, আবুল হোসেন হাওলাদার আমার দেখা মতে একজন যোগ্য প্রার্থী। এলাকার সকল উন্নয়নমূলক কাজে তাকে ডাকার সাথে সাথেই পাই। তিনি সকলভাবে আমাদের সাহাস্য করেন। এলাকার তরুণ ও যুব সমাজের একটাই চাওয়া আবুল হোসেন হাওলাদার মেম্বার হোক।