বরিশাল
আওয়ামীলীগ থেকে দাঁড়িয়ালের বাচ্চু হাওলাদার বহি:স্কার
নিজস্ব প্রতিবেদক।। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বাছির আহমেদ বাচ্চু হাওলাদারকে আওয়ামীলীগ থেকে বহিঃস্কার করেছেন।
আজ শনিবার (১৯জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড তালুকদার মো: ইউনুচ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্রে করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন বাচ্চু হাওলাদার তাই তাকে আওয়ামীলীগ থেকে বহিঃস্কার করা হয়।
তার এই বহিঃস্কারে আনন্দ উৎসব করেছেন দাঁড়িয়ালের প্রকৃত আওয়ামীলীগ নেতাকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন আওয়ামীলীগের এক নেতা বলেন, বাচ্চু হাওলাদার দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা হাতিয়ে নিলেও প্রকৃত পক্ষে এড়াই দলের হাইব্রিড। তাই বাচ্চু হাওলাদারের বহিঃস্কারে খুশি প্রকৃত দলের নেতাকর্মীরা।