ঝালকাঠি
ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠিতে শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে খেলা উদ্বোধন করেন ১৪ দলের মুখপাত্র ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী, কৃষি কর্মকর্তা রিফাত হাসান, বাসন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক।
উদ্বোধনী ম্যাচে কৃতিপাশা ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়েছে গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন।