বরিশাল
বরিশালে বজ্রপাতে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম কালু। তার বাড়ি দুমকি উপজেলায়।উপজেলার পেয়ারপুর ব্রীজের পূর্ব পাশে দুপুর ২টার এ দূঘটনা ঘটে।
ওই সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বিজলি চমকালে কয়েকজন লোক পেয়ারপুর বাজারের একটি দোকানে আশ্রয় নেয়। দোকানে স্থান না হওযায় তাদের মধ্যে একজন দোকানের নীচে আশ্রয় নেয়। কিন্ত তাতেও শেষ রক্ষা হয়নি।
বজ্রপাতের মৃত্যু ছোঁবল তাকে মেরে ফেলে। তার সঙ্গীরা দোকানে ঢুকলেও ছোট দোকান থাকায় জায়গা না পেলে ওই ব্যক্তি দোকানের নিচে আশ্রয় নিয়েছিলো। বজ্রপাতে দোকানের পাশের একটি রেইন্ট্রি গাছ পুরোপুরি ফাটল ধরে। গাছটির উপরেই বজ্রপাত হয়েছিল।
গাছটির কাছাকাছি যারা কাছাকাছি ছিলো তারা দোকানের নীচে আশ্রয় নিলেও তিনি ঘটনাস্থলেই মারা যান। বাকিদের শরীরে হালকা তাপ লেগেছে। স্থানীয় ঐ দোকানদার বলেন, তার পায়ে বজ্রপাতের আঘাত লেগে অবস হয়ে গেছে।
মৃত ব্যক্তির মাথা ফেটে রক্ত বের হয়। মৃত লোকটির সঙ্গীরা জানায় , তারা কাজের জন্য পটুয়াখালীর দুমকি থেকে পেয়ারপুর বাজারে এসেছিলেন।