চরফ্যাশন
খেলার সময়ে গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ ভোলায় খেলাধুলা করার সময় গাছের ডাল পড়ে সাথী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সাথী ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের জাহানপুর গ্রামের মো. মনির হোসেনের মেয়ে। রোববার (৪ এপ্রিল) দুপুর ১২টায় চরফ্যাশনের শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে শিশুটির নানার বাড়ি এ ঘটনা ঘটে।
হাজারীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সেলিম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর বাবা প্রবাসে চাকরি করেন। তাই শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকে।
সকাল থেকে বাড়ির পাশে মাহাবুব চৌকিদারের গাছ কাটছিল শ্রমিকরা। শিশুটি খেলার একপর্যায়ে গাছের নিচে চলে আসে। ওই সময় গাছের ডাল তার গায়ে পড়লে সে আহত হয়।
পরে স্থানীয়দের সহযোগীয়তায় তার মা ও নানার বাড়ির লোকজন তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারা মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনা সম্পর্কে আমাকে জানানো হয়েছে।